শাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২, ১০:৩৯ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার ঘটনার পর চলমান আন্দোলনের মাঝেই ২০০/৩০০ অজ্ঞাত শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত দশটার মধ্যে পুলিশকে এই মামলা প্রত্যহারের আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। এদিন সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীরা বিষয়টি নিশ্চিত করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, পুলিশ শিক্ষার্থীদের উপর হামলা করে আবার আমাদে (শাবি’র) বিরুদ্ধেই মামলা দিয়েছে। আমরা মনে করছি এই উদ্দেশ্যমূলক মামলার পেছনে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের ইন্ধন রয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

সেই সাথে আমরা আজকে রাত দশটার মধ্যে এই মামলা বিনা শর্তে প্রত্যাহার করার আহবান জানাচ্ছি। যদি এ মামলা প্রত্যাহার না করা হয় তাহলে আমরা আরো কঠোর আন্দোলনে যাবো।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি