শাবির ‘সুপা’র আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী ১৭ জুলাই

প্রতিনিধি,শাবিপ্রবি ;
  • প্রকাশিত: ৮ জুলাই ২০২০, ৬:০১ অপরাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস এসোসিয়েশন’র (সুপা) উদ্যোগে “ইনকুয়েস্ট ইনসাইট-৫, আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী” এর সর্বশেষ পর্যায় ভার্চুয়াল এক্সিভিশনের মাধ্যমে আগামী ১৭ই জুলাই অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সংগঠনটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করোনাকালীন সময়ে সবার সুস্থ বিনোদনের জন্য এই ভার্চুয়াল এক্সিভিশনের আয়োজন করছে ‘সুপা’। আগামী ১৭ই জুলাই এ প্রদর্শনী শুরু হয়ে চলবে ২৪ জুলাই পর্যন্ত।

এতে আরো বলা হয়, সুপা’র নিজস্ব ওয়েবসাইট  https://inquestinsight.com/ এর মাধ্যমে সবাই উক্ত এক্সিভিশন দেখার সুযোগ পাবেন।

উল্লেখ, উক্ত আন্তর্জাতিক প্রদর্শনীর ১ম পর্যায় অনুষ্ঠিত হয় শাবি ক্যাম্পাসে ও ২য় পর্যায় অনুষ্ঠিত হয় গ্যালারি গোল্ড, কলকাতায়। আগামী ১৭ই জুলাই সর্বশেষ পর্যায়ে  ভার্চুয়াল এক্সিভিশনের মাধ্যমে উক্ত আয়োজন  অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি