সব
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনা পরীক্ষায় আরো ৩৮ জনের শরীরে শনাক্ত হয়েছে প্রাণঘাতি করোনাভাইরাস। তন্মধ্যে ১৮ জন সুনামগঞ্জ জেলার ও ২০জন সিলেট জেলার বাসিন্দা।
জানা গেছে, আজ বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৩৮ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা। আক্রান্তদের মধ্যে ১৮ জন সুনামগঞ্জের ও ২০জন সিলেটের রয়েছেন।
এ নিয়ে সুনামগঞ্জ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৫৪ জনে। আর সিলেটে দাঁড়িয়েছে ২৯৮৭ জনে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি