শাবির ল্যাবে আরও ৪৩ জনের করোনা শনাক্ত

;
  • প্রকাশিত: ৬ জুলাই ২০২০, ৭:১১ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

ইউএস-বাংলা ডেস্কঃ সুনামগঞ্জ ও সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ৪৩ জন রোগী শনাক্ত করা হয়েছে। আজ রবিবার (৫ জুলাই) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের মধ্য ৩৫ জন সুনামগঞ্জ জেলার ও ৮ জন সিলেট জেলার বাসিন্দা।
নতুন শনাক্তদের নিয়ে সুনামগঞ্জ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৭ জন ও সিলেট জেলায় ২ হাজার ৭৬৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রবিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৫ হাজার ১শ জনের করোনা শনাক্ত হয়েছে। রবিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৬ জন, হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৩৩ জন এবং ১ হাজার ৬৯৮ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি