সব
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ সোমবার বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান গেটের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এসময় ‘শিক্ষার্থী বান্ধব প্রশাসন চাই’, ‘রক্তাক্ত শাবিপ্রবি, রক্তাক্ত গোটা শিক্ষাঙ্গন, প্রশাসন জবাব চাই’, শিক্ষার্থীর রক্ত ঝড়লো কেন, প্রশাসন জবাব দে’, ‘স্বৈরাচার মুক্ত ক্যাম্পাস চাই’ ইত্যাদি নানা লিখা সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, শাবিপ্রবির মত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর পুলিশের হামলায় ব্যথিত তারা। মানববন্ধনে অংশ নেয়া ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী জাহিদ হোসাইন সিলেট ডায়রিকে জানান, ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ন্যায্য দাবীর আন্দোলনে পুলিশের হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। আমরা এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাতে মানববন্ধন করছি। আমরা শিক্ষার্থীদের রক্ত ঝড়া এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চাই’।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি