সব
র্যাগিংয়ের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রথমবর্ষের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২১-২০২ শিক্ষাবর্ষের ১ম বর্ষে দ্বিতীয় সেমিস্টারের দুই শিক্ষার্থী প্রাথমিকভাবে র্যাগিংয়ের ঘটনায় জড়িত প্রমাণিত হওয়ায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা হলেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ইসরাত জাহান এবং জহিরুল ইসলাম।
এদিকে, ঘটনাটি অধিকতর তদন্তের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লায়লা আশরাফুনকে আহ্বায়ক করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ ওমর ফারুক ও সহকারী প্রক্টর ড. আহসান হাবিব। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি