সব
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কাদিপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় সেলিম মিয়া (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত সেলিম মিয়া কাদিপুর গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে।
মঙ্গলবার (১ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১০টায় এই হামলার ঘটনা ঘটে। এসময় সংঘর্ষ থামানোর চেষ্টাকালে জাবির মিয়া নামে আরো একজনকে লাটিপেটা করা হয়। তিনি কাদিপুর গ্রামের নছর আলীর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহত সেলিম মিয়ার বাড়ির রাস্তায় যাতায়াত করা নিয়ে একই গ্রামের মৃত দুরু মিয়ার ছেলে বিরাম উদ্দিনের গোষ্ঠির মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় বাকবিতণ্ডায় জড়ান বিরাম উদ্দিন ও সেলিম মিয়া। এসময় বিরাম উদ্দিন ক্ষীপ্ত হয়ে তার আপন ভাই নিজাম উদ্দিন (৩২), নুর আলী (৪২), চাচাতো ভাই মৃত নুর মিয়ার ছেলে সুন্দর আলী (৩৫), কাছু মিয়া (৩৫), রেনু মিয়া (৪০), তার চাচা মৃত দিলাল মিয়ার ছেলে মাছুম মিয়া (৩৭), মৃত আব্দুল বারীর ছেলে আতাই মিয়া(৬০), আজাদ মিয়াকে (৩০) নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্রসহ হামলা চালান। এসময় বিরাম উদ্দিনের ভাই নিজাম উদ্দিনের রামদা’র কুপে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সেলিম মিয়া।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার সেলিমকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে স্থানান্তর করেন।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে ওয়ার্ড সদস্য আজাদুল হক আজাদ ও শান্তিগঞ্জ থানার এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেব।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি