সব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফিউল বারী বাবু’র মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বিবৃতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আহমেদ শাহীন (শাহীন মিয়া) এবং সহ-সভাপতি এস.এম জুয়েল মরহুমের রুহের মাগফেরাত কামনা ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। নেতৃদ্বয় বলেন, মরহুম শফিউল বারী বাবু ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন। তিনি দেশপ্রেমের বিষয় কখনো কোন আপস করেননি। শিক্ষা জীবনের শুরু থেকেই দেশপ্রেমের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের সক্রিয় সদস্য হিসেবে রাজনীতি শুরু করেন। এছাড়া ছাত্রদলের দায়িত্ব থাকাকালীন দেশের সাধারণ শিক্ষার্থীদের সকল দাবি আদায়ে সোচ্চার ও সর্বদা নেতৃত্ব দিয়েছেন। তারা আরও বলেন, মরহুম বারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর বাংলাদেশী জাতীয়তাবাদ ছাত্রসমাজের মাঝে ছড়িয়ে দিতে অপ্রাণ চেষ্টা করেছেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তিনি সর্বদায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বিগত তিন দশক থেকে। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ-সভাপতি আহমেদ শাহীন (শাহীন মিয়া) বলেন, ‘তার মৃত্যুতে দেশ একজন সাবেক ছাত্রনেতা ও দেশপ্রেমিক সাহসী সৈনিককে হারালো। এমন একজন প্রতিভাবান ব্যক্তিত্বের এ চলে যাওয়া বড় অসময়ে হলো। মহান আল্লাহর দরবারে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব ও শোকসন্তপ্ত পরিবার, স্বজনদের শোক সইবার তৌফিক দান করুন।’ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি এস.এম জুয়েল বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার এই আন্দোলনে শফিউল বারী বাবু ভাই ছিলেন আমাদের সাহসের বাতিঘর। সকল বাধা বিপত্তি পেরিয়ে যিনি গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তার এই অসময়ে চলে যাওয়া মেনে নেওয়ার নয়। তার মতো সাহসী,আপোষহীন সৈনিকের দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার এই আন্দোলনে বড্ড প্রয়োজন ছিলো।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি