সব
প্রথম ধাপের নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন।
রোববার (২৪ জানুয়ারি) সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিভাগীয় কমিশনার মশিউর রহমান তাদের শপথ পড়ান।
শপথ নেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহজাহান, জেহীন সিদ্দিকী, আবুল হাসিম, কবির আহমদ, মো. আব্দুল হাফিজ, আলী আহমদ চৌধুরী জায়েদ, রেজাউল করিম, রেহান পারভেজ রিপন, জাহিদ হাসান, সংরক্ষিত নারী কাউন্সিলর রুকাইয়া আক্তার রিয়া, আছমা বেগম, রুজিনা বেগম। অনুষ্ঠানে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর প্রথম ধাপে সিলেট বিভাগের মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি