শনিবার-রোববার ভারতীয় সব ভিসা আবেদন কেন্দ্র খোলা

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২, ৯:২২ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

আগামীকাল (শনিবার) ও পরশু (রোববার) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভারত ভ্রমণ সুবির্ধাথে ভারতীয় সব ভিসা আবেদন কেন্দ্র খোলা থাকবে। দেশটিতে ভিসার জন্য আবেদনকারী, ভিসা গ্রহণের সুবির্ধাথে এ ব্যবস্থার কথা জানিয়েছে দেশটির হাইকমিশন।

বাংলাদেশে মোট ১৫টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) রয়েছে।

হাইকমিশন জানিয়েছে, শনিবার (৩০ এপ্রিল) বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পাসপোর্ট বিতরণ করা হবে। ১৫টি ভিসা কেন্দ্র থেকেই সাধারণ মানুষ পাসপোর্ট-ভিসা গ্রহণ করতে পারবে। রোববার (১ মে) যমুনা ফিউচার পার্ক আইভিএসিসহ দেশের সবকটি ভিসা কেন্দ্রও সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। এদিন (রোবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত ভিসা আবেদন গ্রহণ করা হবে। বিকাল ৫টা থেকে রাত ৮টা পযর্ন্ত পাসপোর্ট-ভিসা ডেলিভারি দেওয়া হবে। ২ মে ও ৩ মে সবকটি আইভিএসি বন্ধ থাকবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি