সব
সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযান চালিয়ে অবৈধভাবে পাথর উত্তোলনকালে বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
শনিবার (১৮ জুলাই) সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়েছে।
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খানের সার্বিক তত্ত্বাবধানে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মাহবুবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সজিব আহমদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মেজবাহ উদ্দিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
কানাইঘাট উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, এসময় অবৈধভাবে ক্রাশার মেশিন স্থাপন ও অবৈধ পাথর পরিবহনের জন্য ৬৪ টি ক্রাশার মেশিন ও ৫৫টি শ্যালো ইঞ্জিন ধ্বংস করা হয় এবং ৬৭টি বাল্কহেড জাহাজ বিকল করা হয়।
এসময় উপস্থিত সকলকে অবৈধ ভাবে পাথর উত্তোলন বন্দের নির্দেশ দিয়ে প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুশিয়ারি প্রদান করা হয়। একই সাথে সময়ে সময়ে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি