সব
কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারি এলাকায় ফের অভিযান চালিয়েছে সিলেট জেলা প্রশাসন। শনিবার দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের তিন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব আহমেদ, হাছিবুর রহমান এবং মো. মেজবাহ উদ্দিন ।
এ সময় অবৈধভাবে পাথর উত্তোলন এবং পরিবহনের জন্য ৭০ টি বাল্কহেড জাহাজ ও ১০টি অবৈধভাবে স্থাপিত ক্রাশার মেশিন বিকল করা হয়। যেগুলোর মূল্য প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন বলেন, সরকারি নিষেধাজ্ঞা থাকা স্বত্বেও একটি চক্র অবৈধভাবে পাথর পাচার করে আসছে। তাদের বিরুদ্ধে সিলেট জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি