সব
পোষা প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা নতুন কিছু নয়। পাশ্চাত্যের দেশগুলোতে সৌখিন নাগরিকরা ঘরে ঘরে পোষা প্রাণী রাখেন। আবার কেউ কেউ প্রয়োজনের তাগিদেও রাখেন। তেমনি এক প্রাণীপ্রেমী জার্মান নাগরিক জুলিয়া ওয়াসিমান।
জুলিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে তার পোষা বিড়ালটিকে হারিয়ে ফেলেন। স্থানীয়রা বলছেন, টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পোষা বিড়ালটি তিনি হারিয়েছেন মাসখানেক হবে। সেই থেকে এখনও বিড়ালটির খোঁজ করে চলেছেন জার্মান নারী জুলিয়া ওয়াসিমান।
তিনি প্রিয় বিড়ালটির খোঁজ পেতে দ্বারস্থ হয়েছেন স্থানীয়দের কাছে। গিয়েছেন উপজেলা ডিজিটাল হেল্প লাইনেও। পরে গত শুক্রবার বিড়ালটির সন্ধান চেয়ে এলাকাজুড়ে মাইকিং করেছেন। দিনব্যাপী তাহিরপুর বাজারে মাইকিংজুড়ে ছিল প্রিয় বিড়াল ‘লিও’র সন্ধান চাই। এ সময় পোষা বিড়াল ‘লিও’র টোন ও জুলিয়া ওয়াসিমানের ধারণকৃত কথোপকথন প্রচার করা হয়, যেন টোন বুঝতে পেরে বিড়াল ‘লিও’ জুলিয়া ওয়াসিমানের কাছে ফিরতে পারে।
এদিকে পুলিশ বলছে, জার্মান কোনো নারী তার হারিয়ে যাওয়া পোষা বিড়ালের সন্ধান চেয়ে মাইকিং করেছেন বিষয়টি তারা অবগত নন। এ বিষয়ে কেউ যোগাযোগও করেনি।
তবে ‘তাহিরপুর হেল্পলাইন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ‘বিড়ালটির সন্ধান চাই, লিওর সন্ধান চাই’ শিরোনামে একটি পোস্ট করা হয়। সেখানে বলা হয় ‘মাসখানেক আগে তাহিরপুরে এসেছিলেন জার্মান নাগরিক জুলিয়া ওয়াসিমান। হাওর ভালোবেসে ঘুরতে এসেছিলেন টাঙ্গুয়ার হাওরে। সাথে ছিল প্রিয় লিও। ফেরার সময় তাহিরপুর মেশিনবাড়ি ঘাটে হারিয়ে যায় প্রিয় বিড়ালটি। লিওর অপেক্ষায় দেড় মাস, লিও বাংলাদেশে।’
গণমাধ্যম সূত্রে জানা গেছে, মাসখানেক আগে তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসেছিলেন জার্মান নারী জুলিয়া ওয়াসিমান। সঙ্গে ছিল তার প্রিয় পোষা বিড়াল ‘লিও’। তাহিরপুরের মাছ বাজার এলাকায় দেশি এক বিড়ালের তাড়া খেয়ে হারিয়ে যায় ‘লিও’। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও হারানো বিড়ালটিকে পাওয়া যায়নি। আরও জানা গেছে, ওই জার্মান নারী বাংলায় কথা বলতে পারেন। তিনি বলেছেন, কেউ ‘লিও’র সন্ধান দিতে পারলে তাকে তিনি পুরস্কৃত করবেন।
তাহিরপুর হেল্পলাইনের পরিচালক মো. আবুল কাসেম ফয়সাল বলেন, ওই জার্মান নারী কয়েকদিন আগে তার হারিয়ে যাওয়া পোষা বিড়ালের সন্ধান চেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। পরে আমাদের ফেসবুক পেজ ‘তাহিরপুর হেল্পলাইন’ থেকে বিড়ালটির সন্ধান চেয়ে প্রথম প্রচার শুরু করি। জুলিয়া ওয়াসিমান একটি এনজিও সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন বলেও জানান তিনি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ তরফদার জানান, হারিয়ে যাওয়া কোনো পোষা বিড়ালের সন্ধানে কেউ থানায় অভিযোগ করেননি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি