লাল শাপলা বিলের উন্নয়ন এবং ভূমি দখল প্রতিরোধ কল্পে পরিদর্শন

জৈন্তাপুর প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২, ১০:২৬ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সিলেটের জৈন্তাপুর উপজেলার পর্যটন খ্যাত লাল শাপলা বিলের কেন্দ্রী অংশের এক তৃতীয়াংশ জায়গা ভুমি খেকুদের অপদখল মুক্ত করতে এবং বিলের উন্নয়ন কল্পে সরজমিন পরিদর্শনে উপজেলা প্রশাসনের গঠিত টিম ৷

সোমবার (১৪ নভেম্বর) উপজেলা প্রশাসনের গঠিত টিম লাল শাপলা বিলের উন্নয়ন কল্পে এবং লালা শাপলার কেন্দ্রী বিলের অপদখল কৃত ভূমি লাল শাপলার আওতায় ফিরিয়ে আনতে সরজমিন পরিদর্শন করা হয়৷ এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, উপজেলা ডেভেলাপমেন্ট ফ্যাসিলেটি কর্মকর্তা মো. আজিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আজিজুল হক খোকন সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি সহ লালা শাপলা সুরক্ষা কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন ৷

পরিদর্শনের সময় উপজেলা চেয়ারম্যান জানান, কেন্দ্রী বিলের ৪ ভাগের একটি অংশে লাল শাপলা রয়েছে সেগুলো রক্ষায় এবং পর্যটকদের নিরাপত্তায় ইতোমধ্যে বাঁধ সহ ব্রিজ নির্মান করা হয়েছে ৷ সম্প্রতি বাঁধের আরও উন্নয়ন পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ তাছাড়া লাল শাপলা বিলের সৌন্দর্য বৃদ্ধি ও পর্যটকদের ছায়া সৃষ্টির লক্ষে জৈন্তা ফটোগ্রাফি সোসাইটি সেচ্ছা শ্রমে সোভা বর্ধন কারী শিমুল গাছ মুল রাস্তায় রোপন করে পরিচর্যা করে যাচ্ছে ৷ তাছাড়া অতি সম্প্রতি একটি চক্র কেন্দ্রী বিলের ভূমি দখল করে গৃহ নির্মাণ করে যাচ্ছে ৷ অপদখল রোধ কল্পে এবং বিলের অপদখল কৃত ভূমি দ্রুত লাল শাপলার অংশে যুক্ত করতে প্রদক্ষেপ গ্রহন করা হচ্ছে বলে জানানো হয় ৷ সেই লক্ষে দ্রুত কেন্দ্রী বিলের সম্পূর্ণ ভূমি চিহ্নিত করণ কার্যক্রম গ্রহণ করা হবে বলে সরেজমিন পরিদর্শন শুরু হয়েছে ৷

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি