লালাবাজারে ব্লাড অর্গানাইজেশনের ফ্রি রক্তের গ্রুপ টেস্ট কর্মসূচি

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১, ১২:০৪ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে ব্লাড অর্গানাইজেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ টেস্ট কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ জানুয়ারি শনিবার দুপুরে লালাবাজারে স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় স্বেচ্ছাসেবী এই সংগঠন কর্মসূচি পালন করে।

এসময় উপস্থিত ছিলেন লালাবাজার ব্লাড অর্গানাইজেশনের উপদেষ্টা কমিটির সদস্য সচিব মোঃ রিয়াজ মিয়া, উপদেষ্টা কমিটির সদস্য মোঃ মুহিব উদ্দিন, পরিচালনা কমিটির সভাপতি মুহিবুর রহমান রাজু, সহ-সভাপতি শাহান আহমেদ, সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহার মাহি, লালাবাজার ব্লাড অর্গানাইজেশনের সদস্য মাহবুব, নাজমুল, তোফাজ্জল, রাহি, রাজিব, নাবিল প্রমুখ।

কর্মসূচি পালন শেষে সংগঠনের নেতৃবৃন্দ বলেন,‘ জরুরি পরিস্থিতিতে কোনো মানুষের রক্তের প্রয়োজন হলে এই জানা গ্রুপ লিষ্ট থেকে তারা মানুষের বিপদে এগিয়ে আসবেন।’

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি