লালবাজার পুরানলেন ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা

সিলেট ডায়রি ডেস্ক ;
  • প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২০, ৭:৫২ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট মহানগরীর লালবাজার পুরানলেন ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ৬ সেপ্টেম্বর ঘোষিত অসম্পূর্ণ কমিটি বিলুপ্ত করে সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।

বেলা ২টায় লালবাজারের একটি হোটেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রবীণ ব্যবসায়ী শফিক আহমদ। ব্যবসায়ী মো. শাহ আলমের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কামাল আহমদ।

বক্তব্য রাখেন, প্রবীণ ব্যবসায়ী এনায়েত হোসেন, মো. আজাদ মিয়া, নুরউদ্দিন, জুবের আহমদ খান, সিরাজুল ইসলাম, বাদশাহ মিয়া, মিজানুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ব্যবসায়ীদের মধ্যে সম্প্রীতি বজায় রেখে এবং সকল শ্রেণী ও পেশার ব্যবসায়ীদের অংশ গ্রহণের ভিত্তিতে লালবাজার পুরানলেন ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। সকল ভুলবুঝাবুঝির অবসান গঠিয়ে ঐক্যবদ্ধভাবে বাজারের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে এই নতুন কমিটি আত্মপ্রকাশ করেছে।

নতুন কমিটি বাজার থেকে সকল অনিয়ম ও অপরাধ তৎপরতা প্রতিরোধে বলিষ্ট ভূমিকা রাখবে বলে সকলের প্রত্যাশা। সভায় ব্যবসায়ী আজাদ মিয়াকে সভাপতি, এনায়েত হোসেনকে কো-চেয়ারম্যান ও জুবের আহমদ খানকে সাধারণ সম্পাদক করে লালবাজার পুরালেন ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন।

সহ-সভাপতি শফিক আহমদ, নুরউদ্দিন, বাদশাহ মিয়া, সিরাজুল ইসলাম, শাহ আলম, খালেদ মিয়া, সিরাজ মিয়া, আব্দুর রশিদ, ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ছমির আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহতাব উদ্দিন, কোষাধ্যক্ষ গোলজার আহমদ জগলু। উপদেষ্ঠা আব্দুস সাত্তার, নজরুল ইসলাম, ফারুক মিয়া ও নুর মিয়া।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি