লালবাজার থেকে উদ্ধার হওয়া লাশটি কোম্পানীগঞ্জের চিকিৎসকের

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২১, ১:৩৩ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট নগরীর লালবাজার থেকে সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উদ্ধার হওয়া সেই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম রেজাউল করিম হায়াত (৫০)। সিলেটের কোম্পানীগঞ্জের কালাছাদেক গ্রামের বাসিন্দা। পেশায় পল্লি চিকিৎসক।

এদিকে হত্যার ঘটনায় নিহতের বোন মিনা বেগম বাদী হয়ে সোমবার (১ ফেব্রুয়ারি) থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। আর পুলিশ হত্যাকারীদের শনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইতোমধ্যে পুলিশ মোহাম্মদীয়া হোটেলের ম্যানেজার আবদুর রউফ চৌধুরী, সহকারী ম্যানেজার শামীম এবং হোটেল কর্মচারী দেলোয়ার ও ফরিদকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের করেছে। তারা এখনও পুলিশের হেফাজতে রয়েছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ জানান, পল্লি চিকিৎসক রেজাউল করিম হায়াত হত্যার ঘটনায় নিহতের বোন বাদী হয়ে থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশের একাধিক টিম হত্যকারীদের শনাক্তের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে ৪ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। তারা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি