লাখাই রহমানিয়া মাদ্রাসার ভবন নির্মাণে দুর্নীতি, অনিয়মের অভিযোগ

লাখাই প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০, ১:০০ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

লাখাই উপজেলার করাব রহমানিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ভবন নির্মাণে নিম্নমানের মালামাল ব্যবহার করার কারণে এলাকার জনসাধারণের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিলে, নির্মাণাধীন ভবন সরেজমিন পরিদর্শন করে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ উত্তেজিত জনসাধারণকে শান্ত করে এবং অভিযোগের সত্যতা পেয়ে কাজের তত্বাবধানে থাকা ইঞ্জিনিয়ার সজলকে আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

জানা যায়, হবিগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সরকারি বরাদ্দকৃত ২ কোটি, ৯৩ লক্ষ টাকা ব্যয়ে এবং ১৮ মাস মেয়াদী করাব রহমানিয়া দাখিল মাদরাসায় একটি চার তলা বিশিষ্ট ভবন নির্মাণের কাজটি এডুনিক্স ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান পেলেও ওই প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করে যাচ্ছেন সোহেল মিয়া নামের একজন ঠিকাদার।

জেলা শিক্ষা প্রকৌশল অফিস থেকে সজল নামের এক ইঞ্জিনিয়ারকে কাজ তদারকির জন্য দায়িত্ব প্রদান করা হয়। এক মাসের মধ্যে তারা ভবনের বেইজ ঢালাইয়ের কাজ সম্পন্ন করে তারা কাজ বন্ধ করে অন্যত্র চলে যায়। তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা করোণাকালীন সমস্যার কথা বলে সময় ক্ষেপন করেছিল। মার্চ মাসের পর থেকে জুলাই মাস পর্যন্ত কাজ বন্ধ থাকে এবং আগস্ট মাসে এসে তারা পুণরায় কাজ শুরু করে।

নতুনভাবে ভবনের কাজ আরম্ভ করার পর থেকে ভবনের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেয়। ভিমে ননগ্রেড রড ও কলাম ২ বারে ঢালাইয়ের নির্দেশ থাকলেও এক সাথে ফুল কলাম ঢালাই, ঢালাইয়ের মিক্সিংয়ে কমবেশী দেয়া সহ ভিটে বালু দেয়ার কথা থাকলেও মাটি দিয়ে ভিট ভরাট , নানা অনিয়ম ও দুর্নীতি পরিলক্ষিত হয়েছে। ৭ মাস এক্সপেয়ার আগের সিমেন্ট ব্যবহার করতে থাকলে মাদরাসার শিক্ষক ও স্থানীয় লোকজন বাধা প্রদান করেন।

কিন্তু ঠিকাদার সোহেল মিয়া ও আব্দুল হক রাজমিস্ত্রী বলে যে, সিডিউলে যা আছে তা দিয়েই কাজ করা হচ্ছে। এই বাধা বিপত্তির ভিতরেই গ্রেড ভিম ঢালাই করে নেয়। কলামে ব্যবহৃত রডের ব্যাপারে মাদরাসার শিক্ষকগণ বাধা প্রদান করলে ঠিকাদার সোহেল জেলা শিক্ষা প্রকৌশল অফিস থেকে সিডিউল এনে আপনাদেরকে দেখিয়ে যথাযথ রড দিয়ে কাজ করবে বলে আশ্বাসত করলেও আজ না কাল বিভিন্ন টালবাহানার ভিতর দিয়ে রাতের আধারে ঢালাই করে ফেলে ঠিকাদার সহ তার লোকজন।

এলাকাবাসীর দাবি এই ভবন নির্মাণের কাজে যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং নিয়মানুযায়ী ভবনের কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন তারা।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি