লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত

লাখাই প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০, ৩:২০ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সামাজিক দুরত্ব বজায় রেখে লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের বুল্লা বাজারের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি মহসিন সাদেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিতেশ দেবের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ।

পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠিত পরিচিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি জুনাইদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয় ,দপ্তর সম্পাদক সানি চন্দ্র বিশ্বাস, সাহিত্য ও পাঠাগার সম্পাদক আব্দুল হান্নান প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি