লাখাই উপজেলায় বৃক্ষ রোপণ করলেন জেলা প্রশাসক

লাখাই প্রতিনিধি;
  • প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২০, ৩:৪৪ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

হবিগঞ্জের লাখাই উপজেলায় বৃক্ষ রোপণ করেন জেলা প্রশাসক কামরুল হাসান। মঙ্গলবার দুপুরে লাখাই উপজেলা প্রশাসন উদ্যোগে জেলা প্রশাসক লাখাই উপজেলা প্রাঙ্গণে নারিকেল গাছ ও উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে আপেল গাছ রোপণ করেন তিনি। বৃক্ষরোপণে সকলকে উদ্ধুদ্ধ করেন। সকলের বাড়ির আঙ্গিনা ও খোলা জায়গা ফেলে না রেখে যেন বৃক্ষরোপণ করা হয় সেই অনুরোধ জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আমল আজাদ,লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান লাখাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস ও বুল্লা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। বিভিন্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন, ভূমি উন্নয়ন কর আদায়ের হার ত্বরান্বিত করা, সরকারি খাস জমি ও পুকুর রক্ষণাবেক্ষণ এর বিষয়ে তিনি অধিক গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি