লাখাইয়ে ৪ মাদক সেবনকারীকে ৩ মাসের জেল

লাখাই প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ১১:১০ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

হবিগঞ্জের লাখাই উপজেলায় ৪ মাদক সেবনকারীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা আদায় করা হয়েছে মোবাইল কোর্টের মাধ্যমে।

জানা যায়, হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম সঙ্গীয় লোকজন নিয়ে গোপন সংবাদের ভিওিতে লাখাই উপজেলার সিংহগ্রামে অভিযান চালিয়ে শহিদ মিয়ার বাড়ীতে গাঁজা সেবনকারী পশ্চিম বুল্লা গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে আব্দুল হান্নান (৪২) ও কাঙ্গালী মিয়ার ছেলে জব্বার মিয়া (৩২) সিংহগ্রামের মৃত সামছুউদ্দীন তালুকদারের ছেলে শহিদ মিয়া (৫১) ও মৃত খতিব হোসেনের ছেলে শাহরুখ মিয়া (৫১) কে গাঁজা সেবন অবস্থায় আটক করে।

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনকে বিষয়টি অবহিত করলে তিনি ঘটনাস্থলে এসে দুপুর ২টা ৩০ মিনিটে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক সেবনকারীদেরকে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম করাদণ্ড ও প্রত্যেককে ১শত ২৫ টাকা জরিমানার আদেশ দেন এসময় গাঁজা সেবনের সরঞ্জামাদী জব্দ করা হয়েছ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি