লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় ব্র্যাক কর্মী নিহত

নিতেশ দেব, লাখাই প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১, ৮:০৪ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

হবিগঞ্জের লাখাইর সড়কে অজ্ঞাত পিকআপের ধাক্কায় এস,এম কেরামত আলী (৫১) এক ব্র্যাক প্রােগ্রাম অর্গানাইজারের করুন মৃত্যু হয়েছে। সােমবার সকাল সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ লাখাই আঞ্চলিক সড়কের মনতৈল নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত এস এম কেরামত আলী ময়মংসিংহের হালুয়াঘাট উপজেলার দারিয়াকান্দা গ্রামের তান্দার আলীর পুত্র। তিনি লাখাই উপজেলার বুল্লাবাজারস্থ এনজিও সংস্থা ব্র্যাকের প্রােগ্রাম অর্গানাইজার হিসাবে দায়িত্বরত ছিলেন।

স্থানীয় ব্র্যাক ম্যানেজার অমর নাথ জানান, সাত দিনের ছুটি শেষে গত রবিবার কর্মস্থলে যােগদান করেন কেরামত, রবিবার অন্যন্য দিনের মতাে অফিস করেন এবং যতা রীতি সােমবার নিজ কর্মস্থল বুল্লাবাজারের উদ্দ্যেশে মােটরবাইকে করে রওয়ানা হলে উল্লেখিত স্থানে একটি বেপরােয়া অজ্ঞাত পিকআপ গাড়ী তাকে ধাক্কা দেয়।

এতে করে মােটরবাইকটি দুমড়ে মুছড়ে যায় এবং কেরামত আলী ছিটকে পড়েন পার্শ্ববর্তী খাদে, পরে স্থানীয়রা খবর দিলে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে লােকড়া নামক স্থান অতিক্রমকালে তিনি মৃত্যুর কুলে ঢলে পড়েন। ব্যাক্তি জীবনে তিনি ২কন্য সন্তানের বাবা ছিলেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে লাখাই থানা ওসি (তদন্ত) মহিউদ্দিন সুমন জানান, নিহতের লাশ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে রয়েছে এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। নিতেশ দেব

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি