সব
সুতাং বাঁচাও, লাখাই বাঁচাও, প্রজন্ম বাঁচাও এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্টিত হয়েছে এক মানববন্ধন।হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অলিপুর শিল্পাঞ্চলের প্রাণ- আর.এফ.এল সহ বিভিন্ন শিল্প কারখানার অপরিকল্পিত বর্জ্য সুুতাং নদীতে নির্গমনের বিরুদ্ধে বিশাল মানববন্ধনের আয়োজন করেছে লাখাই উপজেলার সর্বস্তরের জনতা।
সোমবার উপজেলার স্থানীয় বুল্লা বাজারে বিকাল ৩ টায় এ মানব বন্ধন অনুষ্টিত হয়েছে।
এতে আব্দুল আউয়াল ভূইয়ার সভাপতিত্বে ও আব্দুল মমিনের পরিচালনায় বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, নুরুল আলম সুহেল, জুয়েল রানা, শফিউল আলম শাফিল,মাসুকুর রহমান মাসুক, ইকরামুল মজিদ চৌধুরী শাকিল, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, বাহার উদ্দিন, মনিরুল আলম জসীম অ্যাডভোকেট খোকন গোপ, মুর্শেদ কামাল, নেছার আহমেদ এ এস এম মিটু, শরিফুল আলম রনি, জাকারিয়া চৌধুরী রতন, আহমেদ আজম, খাইরুদ্দীন আহমেদ, সাদিকুর রহমান সাদিক রাজীব আহমেদ আমিনুল ইসলাম জুয়েল, আমিনুল ইসলাম বাবুল, নিজাম উদ্দিন, সুজন, হৃদয়, সৌরভ, রকি,শামসুল হক, নুরুল আমীন, অনন্ত, মনির, শুভ প্রমুখ।
সুতাং নদী দূষণের বিরুদ্ধে ব্যাপক প্রচার প্রচারনা চলছে। এ প্রচার প্রচারণায় ছাত্র যুব ঐক্য গড়, বর্জ্য নির্মগন বন্ধ কর, সুুতাং নদী রক্ষা কর এ স্লোগানের মাধ্যমে উপজেলা বাসীকে উদাত্ত আহবান জানানো হচ্ছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রচারনা চলছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি