সব
হবিগঞ্জের লাখাই উপজেলার ১০ ডাকাত কে আটক করেছে লাখাই থানার পুলিশ। গত বুধবার গভীর রাতে হবিগঞ্জ লাখাই সড়কের বেকিটেকার ব্রীজের পশ্চিম পাশের রাস্তা থেকে ডাকাতি প্রস্ততির সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আটক করে।
আটককৃতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের মৃত জজ মিয়া ছেলে হিরাজ মিয়া (৪০),একই উপজেলার দূর্লভপুর গ্রামের জব্বার মিয়ার ছেলে সামছু মিয়া (৪৫)একই উপজেলার ধল গ্রামের মৃত আজমত আলীর ছেলে ইসহাক আলী (২৭) একই উপজেলার বাজগুরি গ্রামের নূর মিয়ার ছেলে আব্দুর শহিদ (২২),চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত আলতা মিয়ার ছেলে মোঃ মোতাব্বির আহমেদ (২৫) একই উপজেলার হুরারকুল গ্রামের আব্দুর রউফের ছেলে আবুল কালাম (২৮),একই উপজেলার কালিনগর গ্রামের ফুল মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া(২১)একই উপজেলার মির্জাপুর গ্রামের জমরুদ আলীর ছেলে আফজাল মিয়া (১৯),একই উপজেলার গোরামী গ্রামের আবুল হোসেনের ছেলে হাবিবুর রহমান (২২)সায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই তাহের মিয়া ছেলে জুনাইদ (১৯)। এ সময় আটো রিক্সা( সিএনজি),রামদা, চাপাতি,কুড়াল,ছুরি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।
লাখাই থানার ওসি সাইদুল ইসলাম বিষয় টি নিশ্চিত করে বলেন, এই ডাকাতদের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি