সব
লাখাই উপজেলার স্থানীয় বুল্লা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।
বুধবার বিকালে লাখাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজংয়ের নেতৃত্বে আদালত পরিচালনা কালে মাস্ক বিহীন ও স্বাস্থ্য বিধিনিষেধ না মানায় দুই মোটর সাইকেল আরােহীকে ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে যানবাহন চালককে অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় আদালত উল্লেখিতদের কাছে থেকে মােট ১৭শত টাকা জরিমান আদায় করেন এবং রাস্তায় পরিবহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য সতর্ক করেন সেই সাথে নিধারিত সময় ছাড়া বাজারে যত্রতত্র মালবাহী পরিবহন আনলােড না করার নির্দেশ দেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি