লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা, উচ্ছেদ

লাখাই প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ১০:৪১ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি বাজারে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে জরিমানা ও আংশিক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার দুপুর ১২ টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রে ইয়াসিন আরাফাত রানা ।

এসময় ফলের দোকানি রাস্তার উপরে পসরা সাজিয়ে দখল করে চৌকি বিছিয়ে রাখা, চায়ের দোকানি চুলা রাস্তার উপরে রাখা, হোটেলের চুলা রাস্তায় রাখে জনসাধারণের প্রতিবন্ধকতা সৃষ্টি করা ও বিভিন্ন অপরাধের কারনে ৫টি দোকান কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। সাথে সাথে রাস্তা থেকে সকল ধরণের গণউপদ্রব অপসারণ করা হয়।

এসময় সহকারী কমিশনার ভূমি ইয়াসিন আরাফাত রানা জানান, ভবিষ্যতে আবারো এই ধরণের কর্মকান্ডে লিপ্ত হলে তাদেরকে আরো কঠিন শাস্তির আওতায় আনা হবে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ অভিযানে সহযোগিতা করে লাখাই থানার এক দল পুলিশ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি