সব
হবিগঞ্জের লাখাই উপজেলা ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে জরিমানা আদায় করেছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় বুল্লা বাজার, কালাউক ও বামৈ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং ও সহকারী কমিশনার ( ভূমি) ইয়াছিন আরাফাত রানা।
এসময় ময়লা ও নোংরা পরিবেশে হোটেল পরিচালনা, মুখে মাস্ক না পড়া এবং অতিরিক্ত যাত্রী নিয়ে বাস চালানো অপরাধে ৩ টি মামলায় ৬ জনকে ১ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় ইউএনও লুসিকান্ত হাজং বিভিন্ন গ্যাস সিলিন্ডার দোকানে বাসা বাড়িতে ব্যবহার করা হয় এমন সিলিন্ডারের মূল্য বিষয়ে কাগজপত্র মনিটরিং করেন। জনগণের উদ্দেশ্যে সরাসরি হ্যান্ডমাইকে দিকনির্দেশনা প্রদান করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। অভিযানের সহযোগিতা করেন লাখাই থানার একদল পুলিশ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি