লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতে ১৩ জনকে জরিমানা

লাখাই প্রতিনিধি;
  • প্রকাশিত: ২০ আগস্ট ২০২০, ৪:২০ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

হবিগঞ্জের লাখাই উপজেলায় পণ্যে লেভেলবিহীন মোড়কের ব্যবহার, মুখে মাস্ক না পড়া এবং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো আপরাধে ৬ টি মামলায় ১৩ জনকে ৫ হাজার ৪ শ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকাল ৫ টায় উপজেলার বামৈ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ টি মামলায় ১৩ জনকে জরিমান করেন লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন আরাফাত রানা ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে লেভেল বিহীন মোড়কের ব্যবহার ও মাস্কসহ হেলমেট ব্যবহার না করে মোটর সাইকেল চালানোর অপরাধে ১৩ জন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারা, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫ ধারা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ধারায় ৬ টি মামলায় ১৩ জনকে ৫ হাজার ৪শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।

অভিযানে সময় সহযোগিতা করে লাখাই থানার  পুলিশ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি