সব
“সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজসেবা এগিয়ে চলে, প্রতিবন্ধীদের ভাতা প্রদান, শেখ হাসিনার অবদান ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জের লাখাই উপজেলায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীর আওতায় বয়স্ক,বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ও অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতা বিতরণ করা হয়। লাখাই উপজেলা পরিষদ ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে রবিবার দুপুর ১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে সংসদ সদস্য হবিগঞ্জ- ৩ এডভোকেট মোঃ আবু জাহির এমপি বিতরণ করেন ।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি