সব
হবিগঞ্জের লাখাই উপজেলার করাব গ্রামে ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের কে হবিগঞ্জ সদর হাসপাতাল সহ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার সকাল ৮ টার দিকে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে ওই গ্রামে ব্যাডমিন্টন খেলার সময় তাহের মিয়ার ঘরের চালায় খেলার কর্কটি পরে যায়। এসময় তাহের মিয়া ও আব্দুল হামিদের লোকজনের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে ১৫ জন আহত হয়।
লাখাই থানার ওসি সাইদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি