সব
পূণ্য লাভের আশার লাখাই উপজেলায় ঐতিহ্যবাহী বেলেশ্বরী নদীর তীরে সনাতন হিন্দুধর্মাবলম্বীদের শ্রীশ্রী বেলেশ্বরী মহাতীর্থ পূণ্যস্নান ও বারণী পালিত হয়েছে।
মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে প্রতি বছর ন্যায় এবার ও দুর দুরান্ত থেকে ভক্তরা এসেছে স্নান করতে।
ভক্তরা বিশ্বাস করে জীবন থেকে দুঃখ, রোগব্যাধি একেবারে মুছে যাবে এবং জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে এই তিথি স্নান করলে এখানে।
গত দুই বছর করোনা মহামারি থাকার কারণে বন্ধ ছিল অনুষ্ঠান ও নিষেধ ছিল জনসমাগমে। করোনায় ছিল না মেলার আয়োজন। তাই এবছর কোন বাধা না থাকার লোকে লোকারন্য হয়ে উঠে বেলেশ্বরী নদীর তীর সহ এর আশপাশ। বসে বিরাট মেলা।
আবার কেউ কেউ পাশের সুতাং নদীতেও দূর গন্ধ যুক্ত পানিতে স্নান করতে দেখা যায়।
মূল বেলেশ্বরীতে ঘাটলা না থাকায় ও টয়লেটিজ ব্যবস্থা না থাকায় অনেকেই অসুবিধায় পড়তে হয়।ক্ষোভ প্রকাশ করে গঙ্গা স্নানে আসা ভক্তরা।
গতকাল বুধবার ভোর থেকে শুরু হয় গঙ্গা স্নান চলে সারাদিন। হিমশিম খেতে হয়েছে মন্দির পরিচালনা কমিটি ও পুলিশ প্রশাসনের।
পূন্য স্নানের জন্য জেলার বিভিন্ন অঞ্চলের পাশা পাশি দেশের বিভিন্ন স্থান ততা দুরদুরান্ত থেকে পূণ্যার্থী ঢল নামে ভোর থেকে।
বিপুল সংখ্যক পুণ্যার্থীদের পদচারনায় বেলশ্বরী নদীর তীরে মন্দিরে জুড়ে উপচে পড়া ভীর ছিল । পার্শ্ববর্তী মাঠগুলোতে বিভিন্ন দোকানীরা মেলার বসায়।
মেলায় মাটির ও লোহার তৈয়ারী তেজষ পত্রের ছিল বিপুল সমাহার। তবে প্রচুর পরিমানে বেল বিক্রি হয় বেলেশ্বরীর বারণীতে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি