সব
হবিগঞ্জের লাখাই উপজেলায় ব্যটারী চালিত অটোরিকশা (টমটম) চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিদ আলী (২৩) নামে এক টমটম চালকের মৃত্যু হয়েছে। এ সময় রাশিদ আলীকে বাঁচাতে গিয়ে এ ঘটনায় ২ জন আহত হয়েছে। সে উপজেলার বামৈ পূর্ব গ্রামের ওমর আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রশিদ আলী গত রবিবার রাত ৯টায় ঘুমানোর পূর্বে তার ব্যটারী চালিত অটোরিকশা (টমটম) টি নিজ গৃহে চার্জে দিতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয় ।পরে পরিবারের লোকজন তাৎক্ষনিক তাকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রশিদ আলীকে মৃত ঘোষণা করেন।লাখাই থানার ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেব ঘটনাটি নিশ্চিত করেন ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি