সব
হবিগঞ্জের লাখাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার উপজেলা হ্যালিপ্যাড মাঠে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন শাহাদত হোসেনের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কমর্কর্তা ডাঃআবু হানিফ, সহকারী কমিশনার( ভুমি) ইয়াছিন আরাফাত রানা, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, খামারী সোহেল মিয়া, সামসুল আলম বিপ্লব, ফেরদৌস মিয়া, আরব আলী, মনিয়া আক্তার প্রমুখ।
এদিকে এ প্রদর্শনীতে ৩০ টি স্টল বসে। ১০ জন খামারীকে পুরস্কার প্রদান ও ৩০ খামারীকে সনদ পত্র প্রদান করা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি