সব
সকাল গড়িয়ে দুপুর হলেই প্রখর রোদ আর গরমে অতিষ্ঠ জনজীবন। কয়েক দিনের উত্তপ্ত তাপমাত্রা ও প্রচন্ড গরমে দুর্বিষহ হয়ে উঠেছে হবিগঞ্জের লাখাই উপজেলার মানুষ। টানা ভ্যাপসা গরম আর অনা বৃষ্টি কারনে মানুষের প্রাণ প্রায় ওষ্ঠাগত। সেই সাথে পশুপাখিগুলোর হাঁসফাঁস অবস্থা। তাই প্রচন্ড গরম থেকে রক্ষা পেতে পানি দিয়ে হাত মুখ ধুয়ে শরীর ভিজিয়ে ঠান্ডা করছে মানুষ। গরমের একই অবস্থা দেখা গেল লাখাই উপজেলার প্রাণিকূলের মধ্যেও।
সুমন আহমেদ নামের এক রিক্সা চালক বলেন, গত বুধবার থেকে ভ্যাপসা গরমে ঠিকমত রিক্সা চালাতে পারছিনা।বার বার পানি ও শরবত খাচ্ছি। খুব কষ্ট হচ্ছে এই গরমে রিক্সা চালাতে।
ইউসুফ নামের এক ব্যাক্তি বলেন, ভ্যাপসা গরমে রাতে ঘুমাতে পারছিনা।উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায়, শিশুরা পানিতে ডুবিয়ে দিয়েছে শরীর। রাস্তার কুকুর গুলো অল্প পানিতে শরীর জুড়িয়ে নিচ্ছে। গাছের নিচে বসে অনেকে একটু জিরিয়ে নিচ্ছে। বিভিন্ন এলাকায় এমন দৃশ্য দেখা গেছে।এছাড়াও গরম থেকে রক্ষা পেতে পুকুরের পানিতে দীর্ঘ সময় গোসল করতে দেখা গেছে মানুষকে।
স্থানীয় বুল্লার বাজারে শরবতের দোকানে দেখা যায় বেশি করে শরবত বিক্রি হচ্ছে এই গরমে। অসহনীয় দাবদাহ ও গরমে জনজীবনে অচলাবস্থা বিরাজ করছে। কয়েক দিনের মধ্যে বৃষ্টি না হলে জনজীবন আরও প্রকট হয়ে উঠতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
সাধারণ মানুষ ধারণা করছে তা আরো কয়েকদিন অব্যাহত থাকলে বির্পযস্ত হয়ে পরবে জনজীবন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি