লাখাইয়ে নিখোঁজের পর ডোবা থেকে কিশোরের লাশ উদ্ধার

লাখাই প্রতিনিধি;
  • প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩২ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

হবিগঞ্জের লাখাই উপজেলার মনতৈল গ্রামে নিখোঁজের ৫ দিন পর ডোবার কচুরিপানা নিচ থেকে জুবাইল মিয়া ( ১৮) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে হবিগঞ্জ লাখাই সড়কের মনতৈল নামক এলাকার ফসলি জমির পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে মনতৈল গ্রামের আসকির মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ৩১শে জানুয়ারী একটি মাহফিলের উদ্দেশ্য বের হলে আর বাড়ি ফিরেনি জুবাইল। এ পর্যন্ত খোঁজাখুঁজি করতে ছিল স্বজনরা।

এব্যাপারে লাখাই থানা ওসি সাইদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে সুরতহাল তৈরীর পর ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রির্পোট পেলে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি