সব
লাখাইয়ে টোলের টাকা নিয়ে মোড়াকড়ি ও ফান্দাউকের দু’গ্রুপের মাঝে সংঘর্ষের খবর পাওয়া গেছে। প্রায় দু’ঘন্টার সময় ধরে সংর্ঘষে দু’গ্রুপের ৫০ জন লোক আহতের হয়ছে বলে যানা যায়।
স্থানীয় ও পুলিশ সুত্রে যানা যায়, রোববার বিকালে লাখাই থেকে ঢাকাগামী একটি গাড়ির যাত্রীদের ফান্দাউক টোলবক্সে টোলের টাকা পরিশোধ করা নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে ফান্দাউক এলাকার আলমগীর মেম্বার ও মোড়াকরি গ্রামের মাহফুজ মিয়ার লোকজন একে অপরের সাথে সংর্ঘষে জড়িয়ে পরে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংর্ঘষের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানা ওসি তদন্ত মহিউদ্দিন সুমন জানান বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি