লাখাইয়ে ছাত্রলীগ নেতা শুভর ছবি দিয়ে ফেইসবুক,ইমু খোলে প্রতারণা,থানায় জিডি

লাখাই প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০, ৪:৩৭ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

লাখাই উপজেলায় ভূয়া ছবি দিয়ে ফেইসবুক আইডি ও ইমু একাউন্ট খোলে প্রতারণা চালিয়ে যাচ্ছে একটি চক্র।
উপজেলা মনতৈল গ্রামের ৫ নং করাব ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুছের ছেলে গোলাম কিবরিয়া শুভর ছবি ব্যবহার করে ও ভূয়া, ফেইসবুক, ইমু একাউন্ট খোলে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পরিচিত এবং অপরিচিত লোকদের সাথে শুভর পরিচয় দিয়ে তাদের সাথে যোগাযোগ করে টাকা পয়সা চায়। ভূয়া ফেইসবুক আইডি যার নাম আবির চৌধুরী একাউন্ট ও ০১৭০৭-৩৩৮২৩১ নাম্বার দিয়ে ইমু একাউন্ট খোলে গোলাম কিবরিয়া শুভর ছবি ব্যবহার করে কে বা কারা তাকে সমাজে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে প্রতারণা চালিয়ে যাচ্ছে।

যে কোন সময় উক্ত আইডি থেকে অসামাজিক কার্যকলাপ হতে পারে ও টাকা পয়সা হাতিয়ে নিতে পারে তার জন্য লাখাই থানায় একটি জিডি করেছেন তিনি মঙ্গলবার (১৮ আগস্ট ২০২০) যার নং ৭২৫/২০। তার মূল ফেইসবুক আইডির নাম হল জি কে শুভ ও ইমু নম্বর ০১৭১৭-৯৭১০৪৫ ইউজার নেইম জি কে শুভ । এমতাবস্থায় পরবর্তীতে যদি ওই ফেইসবুক আইডি ও ইমু নাম্বার থেকে যদি কোনো প্রকার আপত্তিকর এমন ঘটনা কেউ স্বীকার হলে তার দায়ভার তিনি নয়।

মোঃ গোলাম কিবরিয়া শুভ পেশায় তিনি একজন শিক্ষানবীশ আইনজীবি ও লাখাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক সদস্য।
লাখাই প্রতিনিধি

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি