লাখাইয়ে ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপন

লাখাই প্রতিনিধি;
  • প্রকাশিত: ২১ আগস্ট ২০২০, ২:৩৪ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

গাছ লাগান, পরিবেশ বাঁচান স্লোগানকে সামনে রেখে সবুজ বনায়নের লক্ষ্যে হবিগঞ্জের লাখাইয়ে ১ নং লাখাই ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদ নামক সামাজিক সংগঠনের উদ্যোগে ৩ শত ফলজ ও বনজ চারাগাছ রোপন করা হয়েছে।

গত বৃহস্পতিবার থেকে ১ নং লাখাই ইউনিয়নের বাজার সংলগ্ন মাদ্রাসা মাঠে বৃক্ষ রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।
বৃক্ষ রোপন কার্যক্রমে অংশগ্রহণ করেন সংগঠনটির উপদেষ্টামন্ডলীর সদস্য প্রফেসর দেলোয়ার হোসেন, মোঃ রইস উদ্দিন । এছাড়াও আরো উপস্থিত ছিলেন ১ নং লাখাই ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি গোলাম রাব্বানী শাকির, সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক সানি চন্দ্র বিশ্বাস প্রমূখ।

সংগঠনটির সভাপতি গোলাম রাব্বানী শাকির জানান, বর্ষার পানি কমে গেলে সংগঠনের পক্ষে আরো ১ হাজার গাছ লাগানো হবে। পুরো ইউনিয়নের প্রতিটি গ্রামকে বনায়নের মাধ্যমে ভিন্নমাত্রায় পৌঁছানোর আশা ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি