সব
হবিগঞ্জের লাখাইয়ে উচ্চ ফলনশীল (উফশী) জাতের বীজ ও রাসায়নিক সার প্রান্তিক কৃষকের মাঝে উচ্চ ফলনশীল হাইব্রিড বীজ বিতরন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিতরণ অনুষ্ঠানের এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হবিগঞ্জ ৩ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফ উদ্দীনের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্যের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা শাকিল খন্দকার। এছাড়া বক্তব্য দেন বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক দাম।
বিতরনকালে উপজেলার ৬টি ইউনিয়নের ৩ হাজার ২৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরন তুলে দেওয়া হয়। এসময় উপজেলা পরিষদের অর্থায়নে সরিষা বীজ প্রদান করা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি