সব
হবিগঞ্জের লাখাই উপজেলায় গতকাল শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও ব্র্যাকের সার্বিক সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২২ ও জাতীয় রোকেয়া দিবস পালিত হয়েছে।
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী মানববন্ধন এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শরীফ উদ্দিন।
প্রতি বছরের ন্যায় চলতি বছরেও রোকেয়া দিবস উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর তৃনমূল পর্যায়ে নারী নেতৃত্ব ও নারীদের বিশেষ অবদানের জন্য স্বীকৃতি হিসেবে ৫ টি ক্যাটাগরীতে জয়িতা নারী হিসেবে তাদের কে পুরস্কৃত করেন।
জয়ীতা নারী হিসেবে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরীতে ৫ জন জয়িতা নির্বাচিত হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ পালন ও জয়ীতা কার্যক্রমে ব্র্যাকের পক্ষে সার্বিক সহযোগিতা করেন লাখাই উপজেলার ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি এ্যাসোসিয়েট অফিসার ঝুমুর রাণী দেব।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি