সব
লাখাই উপজেলা আইন শৃঙ্খলা কামিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আইন শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা হবিগঞ্জ-৩ এর সাংসদ অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, ওসি সাইদুল ইসলাম, নবনির্বাচিত চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, আবুল কাসেম মোল্লা ফয়সল, মোঃ নোমান মিয়া,আজাদ হোসেন ফুরুক, মোঃ আব্দুল কদ্দুস, অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেন , লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাবেদ আলী, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল প্রমুখ ।
সভায় লাখাই উপজেলা আইন শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি দ্রুত রাস্তার উভয় পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য প্রশাসন কে নির্দেশ দেন। এ ছাড়া মাদকের বিরুদ্ধে কাজ করতে তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রদান করেন। এর আগে উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বৃন্দ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি