লাক্কাতুরা স্কুল মাঠ থেকে পশুর হাট উচ্ছেদ করলো প্রশাসন

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ৩০ জুলাই ২০২০, ১০:৩৮ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট শহরতলির লাক্কাতুরায় স্কুল মাঠে বসা পশুর হাটের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সিলেট সদর উপজেলা প্রশাসন ।

লাক্কাতুরা স্কুল মাঠে পশুর হাট স্থগিত করে দিয়েছেন আদালত। গতকাল বুধবার (২৯ জুলাই) দুপুর ১২ টায় হাটের স্থগিতাদেশ দেন আদালত।

কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে পশুর হাট বসানো হয়। আজ বৃহস্পতিবার এ খবর পেয়ে লাক্কাতুরায় এলাকায় সিলেট সদর উপজেলা প্রশাসন অভিযান চালায়। অভিযানে স্কুল মাঠে পশুর হাট উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জি।

সুমন্ত ব্যানার্জি সিলেট ডায়রিকে জানান, আমরা গতকাল হাইকোর্টের নির্দেশনার অনুযায়ী অবৈধ পশুর হাট উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছি। এসময় আরো উপস্থিত ছিলেন এয়ারপোর্ট থানার এসি প্রবাস কুমার সিংহ, ওসি শাহদাত হোসেন।

উল্লেখ্য, সিলেট শহরতলির লাক্কাতুরায় সদর উপজেলার উদ্যোগে ইজারা দেওয়া হাটের কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিটের প্রেক্ষিতে ভার্চুয়াল শুনানিতে বুধবার (২৯ জুলাই) এ স্থগিতাদেশ দেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি তারিক উল হাকিম।

জানা যায়, জনৈক কাদির আহমদ বাদী হয়ে হয়ে এ রিট পিটিশন দায়ের করেন। বাদীর পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী, রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অজিত দাশ গুপ্ত।

হাইকোর্টের আদেশে বলা হয়েছে, এখন থেকে আর এ স্কুল মাঠে হাট বসানো যাবে না। এর আগে লাক্কাতুরায় সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গরুর হাটের বৈধতা নিয়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়, বিভিন্ন সংগঠন প্রতিবাদ কর্মসূচিও পালন করে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি