লন্ডনে বিসিবি সভাপতির সফল অস্ত্রোপচার

স্পোর্টস ডেস্ক;
  • প্রকাশিত: ৯ জুলাই ২০২০, ১:৪৯ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

ইঙ্গিতটি বিসিবি সভাপতির একান্ত সহকারী তওহিদ মাহমুদ গত সপ্তাহেই দিয়েছিলেন যে, চিকিৎসক বললে যেকোনো দিন নাজমুল হাসান পাপনের প্রোস্টেটে (মূত্রাশয় ও মূত্রনালী) অস্ত্রোপচার হবে। হয়েছেও তাই। গতকাল বুধবার (৮ জুলাই) লন্ডনের একটি হাসপাতালে বিসিবি বসের সফল অস্ত্রোপচার হয়েছে। এখন তিনি ভালো আছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সারাবাংলাকে এ খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস।

তিনি জানিয়েছেন, ‘গতকাল আমাদের সভাপতির প্রোস্টেটের সফল অস্ত্রোপচার হয়েছে। এখন তিনি ভালো আছেন।’

করোনার মহামারি দেখা না দিলে আরো আগেই বিসিবি সভাপতি লন্ডনে যেতেন বলে জানালেন জালাল ইউনুস। ‘আরো আগেই তার লন্ডনে যাওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে ওই সময় তিনি যেতে পারেননি।’

প্রসঙ্গত, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে জুনের তৃতীয় সপ্তাহে লন্ডনে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ১৪ দিনের হোম কোয়ারেনটাইন শেষে চিকিৎসকের শরণাপন্ন হলে তাকে জানানো হয় যে তার প্রোস্টেটের অস্ত্রোপচার প্রয়োজন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি