রোটারী ক্লাব অব সিলেট সিটি’র বোর্ড মিটিং সম্পন্ন

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ২২ আগস্ট ২০২০, ১২:৫২ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

রোটারী ক্লাব অব সিলেট সিটি’র বোর্ড মিটিং ২২আগষ্ট শনিবার বিকেলে সিলেট নগরির একটি অভিজাত হলরুমে অনুষ্ঠিত হয়। রোটারী ক্লাব অব সিলেট সিটি’র প্রেসিডেন্ট রোটারিয়ান আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারী রোটারিয়ান তানিয়া সুলতানার পরিচালনায় সভায় ভার্চুয়াল মাধ্যমে অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন রোটারী ক্লাব অব চট্টগ্রাম কুলশি’র পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান।

সভায় অংশগ্রহণ করেন ক্লাবের আইপিপি রোটারিয়ান একেএম কামারুজ্জামান মাসুম, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান নুরুর রহমান, রোটারিয়ান এস এ শফি, রোটারিয়ান এডভোকেট তাছলিমা বেগম, রোটারিয়ান উজ্জল আহমদ প্রমুখ।

বোর্ড মিটিংয়ে গর্ভনর ভিজিট, প্রকল্প গ্রহণসহ ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় রোটারী ক্লাব অব চট্টগ্রাম কুলশি’র পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান এর পক্ষ থেকে ক্লাব সদস্যদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাক্স বিতরণ করা হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি