রোটারিয়ান মাসুম এর পিতৃবিয়োগ: বিভিন্ন মহলের শোক

প্রেস বিজ্ঞপ্তি;
  • প্রকাশিত: ১২ আগস্ট ২০২০, ১:২০ অপরাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

রোটারী ক্লাব অব সিলেট সিটি’র আইপিপি রোটারিয়ান একেএম কামারুজ্জামান মাসুম এর পিতা, প্রাক্তন শিক্ষক, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মাওলানা মোঃ আব্দুল মতিন আর নেই। তিনি ১২আগষ্ট বুধবার সকাল ৯টা ২০ মিনিটের সময় উপশহরস্থ বাসায় ইন্তেকাল করেন। (ইন্না…. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা সহ অসংখ্য শুভাকাংখী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ বুধবার বাদ আসর নগরীর উপশহরস্থ বি-বøক মসজিদে অনুষ্ঠিত হয়। পরে মরহুমের লাশ মানিকপীর টিলাস্থ কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাযে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

রোটারী ক্লাব অব সিলেট সিটি’র আইপিপি রোটারিয়ান একেএম কামারুজ্জামান মাসুম এর পিতা, প্রাক্তন শিক্ষক, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মাওলানা মোঃ আব্দুল মতিন এর মৃত্যুতে আইপিডিজি রোটারিয়ান এম আতাউর রহমান পীর, রোটারী ক্লাব অব সিলেট ক্বীনব্রীজ এর চার্টার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান এম এ ওয়াদুদ আল মামুন, রোটারী ক্লাব অব সিলেট সিটি’র প্রেসিডেন্ট রোটারিয়ান আমিনুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান এস এ শফি, রোটারিয়ান নুরুর রহমান, সেক্রেটারী রোটারিয়ান তানিয়া সুলতানা, ট্রেজারার রোটারিয়ান আনিসুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি