রোজিনার মুক্তির দাবিতে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি ;
  • প্রকাশিত: ২১ মে ২০২১, ৯:০৩ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ও কারাবন্দী সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং তাঁকে নির্যাতনকারী কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাব।

শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়। এ কর্মসূচি থেকে রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে করা সাজানো মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়।

এতে অংশ নেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সব কর্মকর্তা ও সর্বস্তরের গণমাধ্যমকর্মীরা।

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও সবুজ সিলেট প্রতিনিধি আব্দুল আলীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সিলেটের ডাক-এর প্রতিনিধি আবিদুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সহ সভাপতি ও বিজয়ের কন্ঠের প্রতিনিধি মঈন উদ্দিন মিলন, কোষাধ্যক্ষ ও সিলেট বাণী প্রতিনিধি সোহেল রানা, ক্রীড়া সম্পাদক ও একাত্তরের কথা পত্রিকার প্রতিনিধি আলী হোসেন, পাঠাগার সম্পাদক ও শ্যামল সিলেট প্রতিনিধি আকবর রেদওয়ান মনা, কার্যকরি সদস্য ও জালালাবাদ পত্রিকার প্রতিনিধি আব্দুল জলিল, কার্যকরি সদস্য ও ফটো সাংবাদিক ফখর উদ্দিন, সদস্য ফারুক আহমদ, লবিব আহমদ ও তুহিন বক্স প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি