রিকশা শ্রমিকদের সাথে সিসিকের সংঘর্ষ, ভাংচুর

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ২ জুন ২০২১, ৫:৫০ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

এবার রিকশা শ্রমিক ও সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২ জুন) দুপুরে নগর ভবনের সামনে এই ঘটনা ঘটে। সিলেট সিটি কর্পোরেশনের অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে নামা অভিযানের প্রতিবাদে নগরীর বন্দরবাজার এলাকায় রিকশা শ্রমিক ও সিসিক কর্মচারীদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সকালে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে কোর্ট পয়েন্টসহ নগরের কয়েকটি এলাকায় অবৈধ ব্যাটারিচালিক রিকশার বিরুদ্ধে অভিযানে নামে সিসিক। অভিযানে বেশ কয়েকটি ব্যাটারিচালিত রিকশা আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়। ব্যাটারিচালিত রিকশা শ্রমিকেরা মিছিল সহকারে সিসিকের ভেতরে প্রবেশ করতে চাইলে সিসিকের প্রধান ফটক বন্ধ করে দেয় নিরাপত্তা রক্ষীরা। এসময় উত্তেজিত শ্রমিকেরা বাহির থেকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে সিসিকের কর্মচারীরা সিসিকের ভেতর থেকে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

এর আগে গেলো ১৭ ফেব্রুয়ারি সিলেট নগরীর চৌহাট্টায় সড়কের পাশ দখল করা অবৈধ মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদে গেলে সিসিক কর্মচারীদের সাথে সংঘর্ষে জড়ান শ্রমিকরা। প্রায় ঘণ্টাখানেক চলে সংঘর্ষ। ভাংচুর করা হয় গাড়ি। আহত হন উভয় পক্ষের বেশ কয়েকজনকে। আর অস্ত্রসহ আটক হন একজন। কিন্তু সে সংঘর্ষের প্রায় পাঁচ মাস পার হলেও সড়কের পাশ দখলমুক্ত করতে পারেনি সিসিক।

এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ বলেন, ব্যাটারিচালিত রিকশা শহরে চলাচল নিষেধ। কিন্তু এসব রিকশার চালকরা হঠাৎ করে মিছিল নিয়ে সিটি কর্পোরেশনের ভিতর প্রবেশ করতে চাইলে সিসিকের নিরাপত্তাকর্মীরা বাঁধা দেন। তখন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ তৈরি হয়। এসময় পুলিশ উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অপর দিখে সিটি করপোরেশন কর্মচারী ও রিকশাচালকদের মধ্যে সংঘর্ষের পর জরুরি বৈঠকে বসেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। সিসিক কাউন্সিলরদের নিয়ে বুধবার (২ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে নগরভনে বৈঠক অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি