রমজানের পবিত্রতা রক্ষা ও খাদ্যদ্রব্যের মূল্য সহনীয় রাখার সহ ৫ দফা দাবিতে মানববন্ধন

গোলাপগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩, ১০:৩৮ অপরাহ্ণ | আপডেট: ৯ মাস আগে

রমজানের পবিত্রতা রক্ষা ও খাদ্যদ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা সহ ৫ দফা দাবিতে গোলাপগঞ্জে মানববন্ধন ও সভা অনুষ্টিত হয়েছে।

শনিবার উপজেলার পৌর শহরের চৌমূহনীতে এ মানববন্ধন ও সভা অনুষ্টিত হয়।

গোলাপগঞ্জ নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ‘গোলাপগঞ্জ নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের’ সভাপতি সৈয়দ আব্দুল মালেক। সেক্রেটারি আব্দুল লতিফ সরকারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, উপজেলা যাত্রী কল্যান সমিতির সভাপতি এম সিরাজুল ইসলাম, আলেকুজ্জামান আলেক, প্রিন্স বাহার চৌধুরী, জাহির উদ্দিন, মাও আব্দুল হক, আক্তার মিয়া, দেলওয়ার হোসেন মাহমুদ, আব্দুর রহীম চৌধুরী রিপন, কামাল আহমদ চৌধুরী ও শাহ আলম।

সভায় অশ্লীল, বেহায়াপনা পোষ্টার বিজ্ঞাপন বন্ধ, ঘণ ঘণ বিদ্যুৎ এর লোডশেডিং বন্ধ, উপজেলার ঘরে ঘরে গ্যাস সরবরাহ নিশ্চিত ও গ্যাসকুপ গুলোতে শিক্ষিত বেকার যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে চাকুরী নিশ্চিত করা ও উপজেলার পৌর শহরের চৌমূহণীতে দৃষ্টিনন্দন ট্রাফিক পয়েন্ট স্থাপনের দাবি জানানো হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি