রং পার্কিং করায় সিসিকের ১২ মামলা

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২২, ৮:১১ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ রং পার্কিং করায় ১২ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ভ্রাম্যমাণ আদালত।

সরকারি রাস্থা দখল করে গাড়ি পার্কিং ও জনচলাচল বাঁধা দেয়ার অপরাধ প্রমাণিত হওয়ায় এই ১২ জনের কাছ থেকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার (২ ফেব্রুয়ারি) সিসিকের রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়ের ভ্রাম্যামাণ আদালত নগরীর চৌহাট্টা ও আম্বরখানা এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

সিসিক জানায়, অভিযানে চৌহাট্টা থেকে আম্বরখানা সড়কের বিভিন্ন স্থানে সরকারি রাস্থা দখল করে গাড়ি পার্কিং করে নাগরিক চলাচল ও যান চলাচলে প্রতিবন্ধকতা করায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে সহযোগিতা করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল। উপস্থিত ছিলেন সিসিকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাবৃন্দ।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি