যুবকদের সংগঠিত করেই ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে : লোকমান আহমদ

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২০, ৪:০৩ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট নগর যুবদলের সাংগঠনিক টিমের সাথে ৮নং ওয়ার্ড যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত সাড়ে ৮টায় নগরীর মদিনা মার্কেটস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।

মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য ওসমান গণির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের আহŸায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রদল নেতা লোকমান আহমদ। এসময় তিনি বলেন, দেশে এখন ভোটাধিকার নেই, গণতন্ত্র নেই। মানুষের মাঝে ক্ষোভ আর হাহাকার বিরাজ করছে। তাই যুবদের সংগঠিত করে দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদলের সদস্য নজরুল ইসলাম, ৯নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মানিকুর রহমান মানিক, জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক আবু আহমদ আনসারী, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য এমদাদুল হক, মাসুক আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা ছাত্রদলের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুল করিম সাচ্চু।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি শিহাব খান, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি এসএম সেফুল, আব্দুল আহাদ, ফয়ছল আহমদ, আজাদুর রহমান, জাহেদ আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, মিঠু কপালী, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক মুক্তার আহমদ, ফখর উদ্দিন রাজু, মুনিম আহমদ, আলী রেজা রাজন, জিসান আহমদ প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি